‘শীতের রাতে বৃদ্ধ বাবা-মা ও নারীদের বিরক্ত না করলেও পারতেন’: জাকির
ভোর রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের বাড়িতে পুলিশের অভিযান। ভুল তথ্যের ভিত্তিতে পুরুষ পুলিশ দিয়ে নারীদের রুমে তল্লাশির অভিযোগ। শীতের রাতে পরিবারের বয়োজ্যেষ্ঠ ও নারীদের হয়রানি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ। নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে বাড়িতে পুলিশের অভিযান এবং পরিবারের সদস্যদের হয়রানি করার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বুধবার ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। জাকির হোসাইন জানান, ঘড়িতে তখন রাত ৩টা ৩০ মিনিট। পুলিশের কাছে ভুল তথ্য ছিল যে তিনি বাড়িতেই অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাড়িতে হানা দেয় এবং প্রতিটি রুমে তল্লাশি চালায়। স্ট্যাটাসে তিনি লিখেন, "তাই তারা আমাকে খুঁজতে আমার বাড়ীতে গিয়ে রুমে রুমে খুঁজলেন। এই শীতের রাতে আমার বৃদ্ধ বাবা-মা ও মহিলাদের বিরক্ত না করলেও পারতেন!" তিনি আরও উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় নিয়মিতই তার বাড়িতে যাচ্ছে। তবে সেসব অভিযান সাধারণত দিনের বেলা বা সন্ধ্যায় হতো। কিন্তু শেষ রাতে এভাবে বাড়িতে আসাকে তিনি 'হাস্যকর' বলে মন্তব্য করেন। অভিযানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সাবেক এই ছাত্রনেতা অভিযোগ করেন, গভীর রাতে পুরুষ পুলিশ সদস্যরা নারীদের রুমে প্রবেশ করে তল্লাশি চালিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন, "আপনারা বাড়িতে এভাবে পুরুষ পুলিশ দিয়ে গভীর রাতে রুমে রুমে তল্লাশি না করে সঠিক তথ্য নেন। এই শেষ রাতে মহিলাদের রুমে তল্লাশির জন্য অন্তত মহিলা পুলিশ নিয়ে যেতে পারতেন!" মানবিকতার প্রশ্ন তুলে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, "আপনাদের নিশ্চয়ই নিজের বাড়িতে বাবা-মা, মহিলা আছেন। তাদের এমনভাবে গভীর রাতে বিরক্ত করলে আপনাদের কেমন অনুভূতি হতো!" স্ট্যাটাসের শেষে তিনি একটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আগুনের দিন শেষ হবে একদিন।" তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনুসারীদের মধ্যে আলোচনার জন্ম দেয়।
