ডায়াবেটিস ও চোখ জটিলতা ও প্রতিরোধ

৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ডায়াবেটিস শুধু রক্তে শর্করার রোগ নয়; এটি চোখের ওপর গভীর প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদে দৃষ্টিহানির কারণ হয়ে দাঁড়ায়। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা না হয়, তাহলে চোখের রেটিনা (যেখানে দৃষ্টির সংবেদন হয়) ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মাইক্রোঅ্যানিউরিজম, রক্তক্ষরণ, রেটিনা ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর অবস্থা তৈরি হতে পারে। এ ছাড়া দীর্ঘস্থায়ী অপ্রতিরোধ্য ডায়াবেটিস রোগীর চোখের ভিট্রিয়াস অংশে রক্তক্ষরণ হতে পারে এবং ছানি (ক্যাটারাক্ট) দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া অন্যান্য সাধারণ রোগ, যেমন– ক্যালাজিয়ন, স্টাই বা ব্লেফারাইটিস বারবার হয়ে দৃষ্টির সমস্যা তৈরি করতে পারে। ডায়াবেটিক রোগীদের জন্য চোখ ভালো রাখার অন্যতম কৌশল হলো শর্করা নিয়ন্ত্রণে রাখা। কারণ, প্রতিকারের চেয়ে প্রতিরোধই বেশি কার্যকর। অন্তত বছরে দুই থেকে একবার চক্ষু বিশেষজ্ঞের পরীক্ষা করা উচিত, যাতে সম্ভাব্য সমস্যা আগেভাগেই ধরা যায় এবং সময়মতো চিকিৎসা শুরু করা যায়। লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চক্ষুরোগ বিভাগ; ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা