“কোন সত্যিকারের দেশপ্রেমিক বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে পারে না; শেখ হাসিনার রায়, এই সরকার মানিনা” — বীর বাঙালি

২ ডিসেম্বর, ২০২৫ | ৪:২৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বঙ্গবন্ধুর বাড়িতে আঘাত করে স্বাধীনতা বিরোধীরা আঘাত করেছে জাতির হৃদয়ে। ইতিহাসকে অসম্মান করে স্বাধীনতা বিরোধীরা চায় মানুষকে বিভ্রান্ত করতে, তাদের ভুল ন্যারেটিভ জাতির উপর চাপিয়ে দিতে। রাজাকারদের যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করায় সারাদেশে দাঙ্গা সৃষ্টি করে মানুষ মেরে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে স্বাধীনতা বিরোধী জঙ্গীরা৷ এক পাকিস্তানের মতাদর্শীদের ক্যাঙ্গারু কোর্টে জননেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়ে সেই যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেয়া হলো, একই দিনে বিদেশিদের বন্দর হস্তান্তরের গোপনীয় চুক্তি করে সম্পন্ন দেশ বিক্রির চক৷ অবৈধ অগণতান্ত্রিক সরকার ও সেই সরকারের অধীনে আদালতকে বাংলাদেশের মুক্তযুদ্ধপন্থী জনতা তিরষ্কার করেছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ আবারও হুমকির মুখোমুখি; এদেশকে আবারো বাঁচাতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে ওরা যেভাবে ভূলুণ্ঠিত করেছে, ঠিক একইভাবে ফ্যাসিস্ট ইউনূস গংকে সমূলে তার জঙ্গী বাহিনী সহ উৎখাত করবার সময় এসেছে।