“বিএনপি নমিনেশন দেয়নি, তার ক্ষোভ গাড়ি ভেঙে কেন?” — ভুক্তভোগী
২ ডিসেম্বর, ২০২৫ | ৪:২৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ
বিএনপির নমিনেশন বাণিজ্যে হেরে গিয়ে রাস্তায় নির্দলীয়-নিরপরাধ মানুষদের উপর হামলা করছে বিএনপি সন্ত্রাসীরা, জখম হচ্ছে সাধারণ মানুষ এবং আক্রান্ত হচ্ছে বাস ট্রাক। কিছুদিন আগে ভাঙ্গার সড়কে এভাবেই নিজেদের গ্রুপিং ও মারামারির ফলে একপর্যায়ে ট্রাক-বাসের হামলা হয় এবং নিরীহ ট্রাক-বাস কর্মী ও যাত্রী আহত হয়।
