মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে প্লট সম্পর্কিত মিথ্যা দুর্নীতির মামলার রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে প্লট সম্পর্কিত মিথ্যা দুর্নীতির মামলার রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের দেশের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তাই জনগণের টাকা খরচ করে ও আদালতের সময় অপচয় করে বিচারের নামে একের পর এক প্রহসন মঞ্চস্থ করে যাচ্ছে। অবৈধ দখলদাররা জনগণের অর্থ ব্যয়ে সাসপেন্স সিরিয়াল দেখাতে গিয়ে কমেডির অবতারণা করছে। একই গল্প ও স্ক্রিপ্টে শুধু চরিত্র পরিবর্তন করে বা বাড়িয়ে কমিয়ে একই নাটক উপস্থাপন করে যাচ্ছে। আর রাষ্ট্রের সকল শক্তি দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে দুর্নীতিবাজ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা। অবৈধ দখলদারদের এই জোর প্রচেষ্টাই প্রমাণ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সহ বঙ্গবন্ধু পরিবারের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত নয়। সর্ব উপায়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদেরকে দুর্নীতিবাজ প্রমাণ করার পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত নিয়েই এই অপতৎপরতা চালানো হচ্ছে। সরকারি প্লট বরাদ্দের জন্য নির্দিষ্ট আইন ও বিধি রয়েছে। সেই মোতাবেক বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা প্লট বরাদ্দ পেয়েছে। সম্পূর্ণ বেআইনিভাবে অবৈধ ভাবে দখলকারি ক্ষমতার অপব্যবহার করে এই মামলা করেছে ও রায় দেয়া হয়েছে । কাজেই একদিন অবশ্যই এর প্রতিকার হবে। দশ কাঠা করে জমি নেয়ার জন্য এতগুলো অফিসারকে এভাবে হেনস্থা করা! এটা আগে কখনো হয়নি। প্লট বরাদ্দে কোন অনিয়ম যদি হয়ে থাকে তাহলে বাতিল করে দিতে পারে। কিন্তু অফিসারদের কেন এভাবে হয়রানি করা হবে? এটা ঘোরতর অন্যায়। এতজন মানুষের রুজি রোজগারের পথ বন্ধ করে পেটে লাথি মারা হলো। দেশে তো একটা নিয়ম আছে সাবেক রাষ্ট্রপতির পরিবার কিছু বিশেষ সুযোগ-সুবিধা পায়। প্রত্যেক রাষ্ট্রপতি পরিবার এই সুযোগগুলো নিয়েছে। এখানে তো দুর্নীতির কিছু নেই। বরং প্রতিদিন দুর্নীতির মুখরোচক গল্পের নাটক মঞ্চস্থের আড়ালে এই অবৈধ দখলদার সরকার তাদের লাগামহীন দুর্নীতি ও জবাবদিহিহীন কর্মকাণ্ডকে আড়াল করার অপচেষ্টা করছে। জনগণের ম্যান্ডেটবিহীন এই অবৈধ দখলদাররা চরম গণবিরোধী ও দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশের জনগণ অদূর ভবিষ্যতে এই দুর্নীতিবাজদের ছাড়বে না। তাদের কোনো অপকৌশলই তাদের রক্ষা করতে পারবে না। জনগণের অধিকার হরণ এবং দায়বদ্ধতাহীন ও লাগামহীন কর্মকাণ্ডের জন্য বাংলার মাটিতে তাদের বিচার হবেই হবে, ইনশাল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।
