সাংবাদিক মনজুরুল আলম পান্নাকে প্রকাশ্যে হত্যার হুমকি
জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আলম পান্না অভিযোগ করেছেন যে, তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই গুরুতর অভিযোগটি জনসমক্ষে এনেছেন। তিনি তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, "প্রকাশ্যে হ'তার হুমকি দেয়া হচ্ছে"। কোনো ভনিতা ছাড়াই সরাসরি এমন অভিযোগ তোলায় মুহূর্তের মধ্যেই স্ট্যাটাসটি তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নজরে আসে এবং ব্যাপক উদ্বেগের সৃষ্টি করে। স্ট্যাটাসটিতে তিনি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি। তবে একজন জ্যেষ্ঠ সাংবাদিককে এভাবে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পোস্টটির নিচে মন্তব্যের ঘরে অনেকেই তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। শুভাকাঙ্ক্ষীরা তাকে অবিলম্বে আইনের আশ্রয় নেওয়ার এবং জিডি (সাধারণ ডায়েরি) করার পরামর্শ দিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। এখন পর্যন্ত এই হুমকির উৎস বা কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
