থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৩৩

২৭ নভেম্বর, ২০২৫ | ৭:৩৮ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা বর্ষণে কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতির অবনতি ঘটায় ত্রাণ ও মেডিকেল সামগ্রী পৌঁছে দিতে বিমানবাহী রণতরী প্রস্তুত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অঞ্চলটিতে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া ওই অঞ্চলের একটি হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নিতে হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছেন তারা। রয়টার্স জানিয়েছে, বন্যায় থাইল্যান্ডের নয়টি প্রদেশ ও প্রতিবেশী মালয়েশিয়ার আটটি প্রদেশ প্লাবিত হয়েছে। এতে উভয় দেশে বন্যাকবলিত প্রায় ৪৫ হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ৮ থেকে ১৩ জনের মৃত্যু হয়েছে আর একজনের মৃত্যু হয়েছে মালয়েশিয়ায়। থাইল্যান্ডের সবচেয়ে বন্যা দুর্গত শহর হ্যাট ইয়াইয়ের একজন জনস্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, নগরীর একটি প্রধান সরকারি হাসপাতালের প্রথম তলা ডুবে গেছে। এখানে ৬০০ রোগী ভর্তি আছেন যাদের মধ্যে প্রায় ৫০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। এখানে হেলিকপ্টার যোগে খাবার পাঠানো ও ফেরার সময় গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা হয়েছে। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সোমরেক্ চুংসামান বলেন, “হ্যাট ইয়াই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকা সব রোগীকে আজকেই (বুধবার) সরিয়ে নেওয়া হবে।” এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানিয়েছেন, হ্যাট ইয়াইতে উদ্ধার অভিযান চালানোর জন্য প্রায় ২০টি হেলিকপ্টার ও ২০০ নৌযান নিয়োগ করা হয়েছে। তবে সেখানে বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষজনের কাছে পৌঁছাতে সমস্যা হচ্ছে। সোমরেক্ জানান, রোগী, রোগীদের স্বজন ও চিকিৎসা কর্মীসহ হাসপাতালটিতে প্রায় ২০০০ মানুষ আছেন, পানি একটু কমলে সেখানে নৌকাযোগে খাবার পাঠানো যাবে। গত সপ্তাহে একদিনে হ্যাট ইয়াইতে ৩৩৫ মিলিমিটার (১৩ ইঞ্চি) বৃষ্টি হয়েছিল। এটি ৩০০ বছরের মধ্যে শহরটিতে সবেচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড। থাই নৌবাহিনী জানিয়েছে, সামরিক হেলিকপ্টারে করে হাসপাতালটিতে জেনারেটর পৌঁছে দেওয়া হচ্ছে। থাইল্যান্ডের একমাত্র বিমানবাহী রণতরী চাক্রি নরুবেত ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে মঙ্গলবার নিজ বন্দর থেকে রওনা হয়েছে। সোমরেক্ জানান, রোগী, রোগীদের স্বজন ও চিকিৎসা কর্মীসহ হাসপাতালটিতে প্রায় ২০০০ মানুষ আছেন, পানি একটু কমলে সেখানে নৌকাযোগে খাবার পাঠানো যাবে। গত সপ্তাহে একদিনে হ্যাট ইয়াইতে ৩৩৫ মিলিমিটার (১৩ ইঞ্চি) বৃষ্টি হয়েছিল। এটি ৩০০ বছরের মধ্যে শহরটিতে সবেচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড। থাই নৌবাহিনী জানিয়েছে, সামরিক হেলিকপ্টারে করে হাসপাতালটিতে জেনারেটর পৌঁছে দেওয়া হচ্ছে। থাইল্যান্ডের একমাত্র বিমানবাহী রণতরী চাক্রি নরুবেত ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে মঙ্গলবার নিজ বন্দর থেকে রওনা হয়েছে। হ্যাট ইয়াত যে প্রদেশে অবস্থিত সেই সোংকলাসহ থ্যাইল্যান্ডে দক্ষিণাঞ্চলীয় নয়টি প্রদেশ বন্যা কবলিত হয়েছে। বন্যায় এসব প্রদেশের ৯ লাখ ৮০ হাজার বাড়ি ও ২৭ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সোংকলাসহ বন্যাকবলিত বেশ কয়েকটি প্রদেশে বজ্রবৃষ্টি ও ভারি বৃষ্টি হতে পারে।