ডিবি পরিচয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন মাহিকে তুলে নেওয়ার অভিযোগ

২৬ নভেম্বর, ২০২৫ | ৫:০৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন মাহিকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। জানা গেছে, ৪-৫ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাহির বাসায় প্রবেশ করে এবং তাকে আটক করে নিয়ে যায়। এরপর থেকে মাহির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা বর্তমানে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে পরিবার বা সংগঠনের কাছে কোনো তথ্য নেই। মহিউদ্দিন মাহি ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় নেতা এবং রাজপথের সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত। তার এই আকস্মিক নিখোঁজ সংবাদে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মাহির সহযোদ্ধারা অবিলম্বে তার সন্ধান দাবি করেছেন। অনতিবিলম্বে মাহিকে জনসমক্ষে হাজির করা এবং সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় পরিস্থিতি ঘোলাটে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা। এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট থানা বা ডিবি পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।