বেলজিয়ামে ইইউ পার্লামেন্টের সামনে সর্ব ইউরোপ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও কলে বার্তা দিলেন শেখ হাসিনা

২৬ নভেম্বর, ২০২৫ | ৫:০২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

সর্ব ইউরোপ ছাত্রলীগের উদ্যোগে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের সামনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে তথাকথিত ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্টের’ প্রহসনের রায় এবং রাজনৈতিক হয়রানির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে ইইউ পার্লামেন্ট চত্বর স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বা ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমকে ‘অবৈধ’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যায়িত করেন। সমাবেশের মূল আকর্ষণ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তা। তিনি ভিডিও কলের মাধ্যমে যুক্ত হলে উপস্থিত নেতাকর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং স্লোগান দিতে থাকেন। শেখ হাসিনা তাঁর বক্তব্যে প্রবাসে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি দেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার নির্দেশ দেন এবং মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সর্ব ইউরোপ ছাত্রলীগের নেতারা তাঁদের বক্তব্যে বলেন, "বাংলাদেশে বর্তমানে ন্যায়বিচারের নামে প্রহসন চলছে। অবৈধ ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে আমাদের নেত্রী ও নেতাদের বিরুদ্ধে যে রায় দেওয়া হচ্ছে, তা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে আমরা বিশ্ববিবেকের কাছে এই অন্যায়ের বিচার চাই।" বক্তারা আরও বলেন, কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমাতে পারবে না। তাঁরা অবিলম্বে এসব রায় বাতিলের দাবি জানান। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শত শত নেতাকর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন এবং ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট দপ্তরে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করার বিষয়ে মতপোষণ করেন।