কড়াইল বস্তিতে আগুন: দুর্ঘটনা নয়, পরিকল্পিত ধ্বংসযজ্ঞের অভিযোগ

২৬ নভেম্বর, ২০২৫ | ৪:৫৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

রাজধানীর কড়াইল বস্তিতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়—বরং পরিকল্পিতভাবে বস্তি উচ্ছেদ ও দখলের প্রচেষ্টা হিসেবে এই আগুন লাগানো হয়েছে। বাসিন্দারা জানান, দুপুরে একটি উকিল নোটিশ দেওয়ার পর রাতেই হঠাৎ বস্তির একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে হাজারো মানুষের ঘরবাড়ি ছাই হয়ে যায়। তাদের অভিযোগ, যে এলাকায় উচ্ছেদের নোটিশ ছিল, আগুনও শুরু হয়েছে ঠিক সেই এলাকা থেকেই। ক্ষতিগ্রস্তরা প্রশ্ন তুলেছেন— “বস্তির জায়গা দখল করতে চায় কারা?” স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই এলাকায় বড় ধরনের বাণিজ্যিক প্রকল্প নেওয়ার পরিকল্পনা চলছে, আর সেই জায়গা খালি করতেই ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ড ঘটছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান। এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।