“কোন প্রকার উন্নয়নের বাস্তবায়ন দেখছি না, কোন সংস্কার দেখছি না; আরও চুরি-ডাকাতি বাড়ছে”
বাংলাদেশের মানুষগুলো আজ দখলদার ইউনূসের গংয়ের কাছে চরমভাবে প্রতারিত। ক্ষমতা আঁকড়ে ধরে গলাবাজি করে জনতাকে ভোলাতে চেয়েছিলো ইউনূস আর আড়ালে করেছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এবং রাষ্ট্র ধ্বংসের ষড়যন্ত্রগুলো বাস্তবায়ন। সংস্কার বলতে দেশের মানুষ পেয়েছে বঞ্চনা, অস্বচ্ছ-অপ্রকাশ্য দেশবিরোধী চুক্তিতে দেশের সার্বোভৌমত্ব বিদেশিদের হাতে হস্তান্তরের প্রহসন। জবরদস্তি অবৈধ উপায়ে ক্ষমতার দখল নিয়ে ফ্যাসিস্ট ইউনূস ক্ষমতা দীর্ঘায়িত করতে তার মববাদী জঙ্গীদের লেলিয়ে দিয়ে জনগণের নিরাপত্তা বিলীন করে এদেশে। মানুষ আজ নির্ভয়ে ঘর থেকে বের হতেও বারবার জীবনের নিরাপত্তার শঙ্কায় পড়ে যায়। কিন্তু এমন প্রতারণা তো দেশের মানুষ স্বপ্নেও চায়নি; ইউনূসকে ক্ষমতায় বসিয়ে ২০০১-২০০৬ সালের মত আবারো সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে বিএনপি-জামায়াত। দেশের মানুষ চায় সৌহার্দ্য-সম্প্রীতির এক শান্তিপূর্ণ স্বদেশ। জঙ্গীবাদি ফ্যাসিস্ট ইউনূস দেশ পরিচালনায় নিজের ব্যর্থতা পুরোপুরিভাবে প্রমাণ করেছে, এই অথর্ব দেশবিরোধী ফ্যাসিস্টের শোষণ থেকে জনগণ এখন মুক্তি চায়।
