মন্ত্রণালয়ের সর্বশেষ সংশোধিত গেজেট (৩রা আগস্ট ২০২৫ প্রকাশিত) অনুযায়ী মোট ৮৩৬ জনকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে

২৫ নভেম্বর, ২০২৫ | ৪:২৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

মন্ত্রণালয়ের সর্বশেষ সংশোধিত গেজেট (৩রা আগস্ট ২০২৫ প্রকাশিত) অনুযায়ী মোট ৮৩৬ জনকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর আগে ১৫ জানুয়ারি ২০২৫-এ ৮৩৪ জনের নাম প্রকাশিত হয়, পরে ৩০শে জুন আরও ১০ জন যোগ করা হয় এবং ৩১শে জুলাই ৮ জনের নাম বাদ দেওয়া হয়। কিন্তু এই তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন মহল থেকে অসঙ্গতি ও জালিয়াতির অভিযোগ উঠতে থাকে। সামাজিক মাধ্যমে “অচেনা একজন” নামের এক ব্যবহারকারী গেজেটের পিডিএফ ফাইল বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে: একই ব্যক্তির নাম ভিন্ন ভিন্ন বানানে বা ভিন্ন পরিচয়ে একাধিকবার অন্তর্ভুক্ত। অনেকের মৃত্যুর তারিখ, স্থান ও পরিচয়ে গরমিল। কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করা হয়েছে। নিহত পুলিশ, আনসার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামও তালিকায় তোলার অভিযোগ। এর আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রথমে ৪ হাজার, পরে ৩ হাজার, তারপর ২ হাজার এবং সর্বশেষ প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ বছরের ৫ই আগস্ট দাবি করেন “প্রায় ১ হাজার” মানুষ নিহত হয়েছে।