একতারা তুই আর কেমনে কইবি দেশের কথা বল?

২৪ নভেম্বর, ২০২৫ | ১০:৩৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

দেশবরেণ্য বাউল সাধক মহারাজ আবুল সরকারকে গ্রেফতার করে আবারও প্রমাণ করেছে ইউনুসের অবৈধ সরকার—এরা সত্য, মানবতা ও mysticism–এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একের পর এক অলিদের মাজারে হামলা, সুফি-বাউল সাধকদের গ্রেফতার—এ সবই এই উপমহাদেশের আধ্যাত্মিক ঐতিহ্য ধ্বংসের অপচেষ্টা। যাদের হাতে এ ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত ও বিস্তৃত হয়েছে, সেই সাধক–দরবেশদের উপর দমন-পীড়ন প্রমাণ করে—এরা দেশবিরোধী, সাংস্কৃতিকভাবে দেউলিয়া, এবং মূলত রাজাকার মানসিকতার ধারক। একতারা আজও প্রশ্ন করে—দেশের কথা কেমনে কইবি বল? অতিথি - শফিউল আলম চৌধুরী নাদেল সাইফুজ্জামান শিখর সন্চালনা- দীপান্বিতা মার্টিন