না ফেরার দেশে ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিৎ চন্দ্র দাসের মা, শেষ দেখা না পাওয়ার আক্ষেপ

২৪ নভেম্বর, ২০২৫ | ১০:৩৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সনজিৎ চন্দ্র দাসের মা পরলোক গমন করেছেন। আজ দুপুর ৩টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে সনজিৎ চন্দ্র দাস নিজেই তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মায়ের মৃত্যুতে গভীর শোক এবং শেষ সময়ে মায়ের পাশে থাকতে না পারার তীব্র যন্ত্রণা প্রকাশ করে তিনি লিখেন, “আমার জীবনের সবচেয়ে পরমাত্মীয় আমার গর্ভধারিনী মা আর নেই, আজ দুপুর ৩:৩০ এ পরলোক গমন করেছেন।” মায়ের মুখ শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ জানিয়ে তিনি আরও উল্লেখ করেন, “শেষ দেখাও দেখতে পারলাম না, নিজেকে কোনদিন ক্ষমা করতে পারবো না। সকলেই আমার মায়ের জন্য প্রার্থনা করবেন। এই শাস্তিটাই বাকি ছিলো ভগবান।” তার এই স্ট্যাটাসের নিচে অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করছেন এবং তার মায়ের আত্মার শান্তি কামনা করছেন।