জঘন্য রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার অষ্টম শ্রেনীর ছাত্র!

২৩ নভেম্বর, ২০২৫ | ৫:০৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

মানবাধিকার ও শিশু অধিকারের চরম লঙ্ঘন! ১৪ বছরের স্কুলছাত্রকে ‘মিথ্যা অভিযোগে’ কারাগারে পাঠালো অবৈধ ইউনুস সরকার! জঘন্য রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার অষ্টম শ্রেনীর ছাত্র! ১৪ বছর বয়সী ইমরান হোসেন ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার এখন বার্ষিক পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু আজ সে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী! কারণ? ড. ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার তাকে ‘ছাত্রলীগ কর্মী’ সাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে। গত সোমবার গভীর রাতে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। ৫০-৬০ জন অজ্ঞাতপরিচয় আসামির সাথে ৬ নম্বর আসামি করা হয়েছে এই ১৪ বছরের শিশুটিকে। ইমরানের বাবা, যিনি নিজেও কোনো রাজনীতি করেন না, পরীক্ষার প্রবেশপত্র নিয়ে থানায় গিয়েও কোনো ফল পাননি। তিনি আজ দ্বারে দ্বারে ঘুরছেন। ইমরানের বাবার প্রশ্ন, "সবার ছেলে-মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমার ছেলেটা কেন কারাগারে? কোনো প্রমাণ ছাড়া তাকে ফাঁসানো হয়েছে।" এটি স্পষ্টতই একটি শিশু অধিকারের লঙ্ঘন! একজন শিক্ষার্থীকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিয়ে তার শিক্ষাজীবন নষ্ট করা এবং তাকে বিচারিক প্রক্রিয়া ছাড়াই বন্দী রাখা – এটাই কি এই অবৈধ সরকারের নতুন ‘বিচার’? এই ঘটনা প্রমাণ করে মিথ্যা মামলা ও হয়রানি অবৈধ ইউনুস সরকারের একমাত্র অস্ত্র। জুলাই জঙ্গিহামলার মাধ্যমে ক্ষমতা দখল করা সুদখোর ইউনুসের কাছে মানবাধিকারের কোন মূল্য নেই। আমরা অবিলম্বে নিরপরাধ ছাত্র ইমরান হোসেনের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই!