বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক

২৩ নভেম্বর, ২০২৫ | ৫:০৬ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

নেত্রকোণা জেলায় কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক নেত্রকোণা জেলায় কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ২১ নভেম্বর, শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি......... ........ রাজিউন)। মহান মুক্তিযুদ্ধ তিনি দক্ষ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর এবং তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।