ভূমিকম্পে আহতদের সঠিকভাবে সুচিকিৎসা প্রদান না করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জননেত্রী শেখ হাসিনার বিবৃতি

২৩ নভেম্বর, ২০২৫ | ৫:০৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

গতকাল বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ছয় শতাধিক মানুষ আহত। এতো সংখ্যক মানুষ আহত হলেও তারা সুচিকিৎসা পাচ্ছে না। আহতদের সঠিকভাবে চিকিৎসা প্রদান না করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, যে কোনো দুর্যোগ সংঘটিত হলে সরকার তৎপর থেকে দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সঠিকভাবে দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ করে। দেশবাসী বর্তমান অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের কাছ থেকে তেমন কোনো পদক্ষেপ লক্ষ করছে। ভূমিকম্প পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতা ও আহতের চিকিৎসার ব্যাপারে অবৈধ দখলদাররা এক প্রকার উদাসীন। আহতরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। দেশের জনগণের প্রতি অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিবৃতিতে জননেত্রী শেখ হাসিনা বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবো যে যেভাবে পারেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। ডাক্তার সমাজের প্রতি আহ্বান জানাবো সরকারের প্রতি চেয়ে না থেকে আপনারা নিজ নিজ দায়িত্বে আহতদের সুচিকিৎসা দিন। একটা অগণতান্ত্রিক ও দখলদার বাহিনী রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে জনগণের প্রতি দায়িত্ব পালন না করলে সর্বোপরি জনগণের সম্মিলিত প্রয়াসে দুর্যোগ ও সংকট মোকাবিলা করতে হয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকলে জনগণের প্রতি দায়বদ্ধ থাকে। তাই বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাবো সত্যিকারের জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে শামিল হওয়ার জন্য। জনগণের সরকারই পারবে জনগণের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।