ভিয়েতনামে ভয়াবহ বন্যায় ৪১ জনের মৃত্যু, নিখোঁজ ৯
ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় ৪১ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন এখনও নিখোঁজ রয়েছে। দেশটির ডাইক ম্যানেজমেন্ট অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন বিভাগ এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম ভিএন এক্সপ্রেস জানায়, বন্যায় ৫২ হাজারের বেশি বাড়িঘর প্লাবিত হয়েছে। হাজারো হেক্টর কৃষিজমি ও বিপুল পরিমাণ গবাদি পশু–পোলট্রি বন্যার পানিতে ভেসে গেছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই প্রদেশ। এর মধ্যে ডাক লাক প্রদেশে ১৬ জন এবং খাঁহ হোয়া প্রদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল আবহাওয়ার কারণে ১০ লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে প্রায় ৬ লাখ বাড়িতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ ছাড়া প্রাদেশিক সড়কগুলোতে ১৪০টিরও বেশি ভূমিধস ঘটেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আনাদোলু জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় হাজারো উদ্ধার কর্মী ও পুলিশ সদস্য কাজ করছে। তারা নিখোঁজদের খোঁজ, ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে।
