কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের দুই কর্মকর্তা

২০ নভেম্বর, ২০২৫ | ৯:৩০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নিরীক্ষা ও হিসাব ক্যাডারের ৪৩তম ব্যাচের দুই শিক্ষানবিশ কর্মকর্তাকে সরকারি চাকরি হতে অবসান করা হয়েছে। কোনো প্রকার কারণ দর্শানো নোটিশ (Show Cause) ব্যতিরেকেই তাদের চাকরিচ্যুত করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। গত ১৮ নভেম্বর (সোমবার) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার। যাদের চাকরিচ্যুত করা হয়েছে: প্রজ্ঞাপন অনুযায়ী চাকরি হারানো দুই কর্মকর্তা হলেন: ১.সোহানুর রহমান সরকার (পরিচিতি নং-০০১-০০১-১০৪৬), সহকারী মহা-হিসাবরক্ষক, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা), ঢাকা। ২. কায়সার মাহমুদ (পরিচিতি নং-০০১-০০১-১০৫২), সহকারী মহা-হিসাবরক্ষক, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা), ঢাকা। জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২) (এ) মোতাবেক তাদের চাকরি অবসান করা হয়েছে। উল্লেখ্য, উক্ত বিধি অনুযায়ী সরকার চাইলে শিক্ষানবিশ থাকাকালীন কোনো কর্মকর্তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দিতে পারে। প্রজ্ঞাপনটির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।