গাজীপুরে সাংবাদিক দুর্জয়কে অপহরণ ও নির্যাতন: নেপথ্যে ‘সমন্বয়ক’ তাহরিমা
গাজীপুরে বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার দুর্জয় আহমেদকে অপহরণ করে রাতভর নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত তাহরিমা নামের এক তরুণীর, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’। জানা গেছে, অভিযুক্ত তাহরিমা গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। ৫ আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি ও শাহবাগ কেন্দ্রিক বিভিন্ন আন্দোলনে তার সরব উপস্থিতি ছিল। নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে তিনি দুর্জয়সহ মাঠপর্যায়ের বেশ কিছু গণমাধ্যমকর্মীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, সেই পরিচয়ের সূত্র ধরে গতকাল কৌশলে সাংবাদিক দুর্জয়কে অপহরণ করেন তাহরিমা ও তার সহযোগীরা। এরপর তাকে গাজীপুরের একটি গোপন বাসায় আটকে রাখা হয় এবং রাতভর তার ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়। খবর পেয়ে সাংবাদিক দুর্জয়কে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। একজন সংবাদকর্মীকে ফাঁদে ফেলে এভাবে অপহরণ ও নির্যাতনের ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
