অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের প্রহসনমূলক বিচারের রায় প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি ১৮ নভেম্বর : সারা দেশে সর্বাত্মক শাটডাউন

১৮ নভেম্বর, ২০২৫ | ৭:৩৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের প্রহসনমূলক বিচারের রায় প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি ১৮ নভেম্বর : সারা দেশে সর্বাত্মক শাটডাউন ১৯-২১ নভেম্বর : সারা দেশে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ ——— অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং কর্তৃক প্রতিষ্ঠিত অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে প্রহসনমূলক বিচারের মাধ্যমে আজ এক রায় প্রদান করা হয়েছে। এই রায় বাংলাদেশের আইন ও বিধি ব্যবস্থাকে পদদলিত করে প্রস্তুত করা হয়েছে। এটি ছিল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য পূর্বপরিকল্পিত। তাই এখানে অভিযোগ ও অপরাধ প্রমাণ না করতে পারা সত্ত্বেও এই রায় দেওয়া হয়েছে। এটি দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধীদের সম্মিলিত প্রযোজনায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ ধ্বংস করার স্পষ্ট পাঁয়তারা। যা বাংলার জনগণ মেনে নেবে না এবং আমরা অবৈধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত এই রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি: ১৮ নভেম্বর : সারা দেশে সর্বাত্মক শাটডাউন ১৯-২১ নভেম্বর : সারা দেশে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ....