অবৈধ ট্রাইব্যুনালকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘৃণাভরে তীব্রভাবে প্রত্যাখ্যান করছে।

১৮ নভেম্বর, ২০২৫ | ৭:২৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

অবৈধ, অসাংবিধানিক, খুনি-ফ্যাসিস্ট, গণশত্রু, বাংলাদেশবিরোধীদের প্রতিভূ— সুদি ইউনূসের নির্দেশনায় গঠিত অবৈধ ‘ক্যাঙ্গারু কোর্ট’ কর্তৃক বাংলাদেশের আঠারো কোটি মানুষের আস্থার ঠিকানা, বাঙালির আশার বাতিঘর, গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক, বঙ্গবন্ধুকন্যা, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা'র বিরুদ্ধে পূর্বনির্ধারিত প্রহসনের রায় এবং এই অবৈধ ট্রাইব্যুনালকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘৃণাভরে তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি আজ অবৈধ, অসাংবিধানিক, খুনি-ফ্যাসিস্ট, গণশত্রু, সুদি ইউনূসের নির্দেশনায় গঠিত ‘ক্যাঙ্গারু কোর্ট’ কর্তৃক নির্মম বিচারিক সন্ত্রাস ও বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র অসন্তোষ প্রকাশ করে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন । নেতৃদ্বয় বলেছেন— আজ এই রায় ঘোষণার মুহূর্ত থেকে— বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধের ডাক দিয়েছে। আমাদের লকডাউন কর্মসূচির সাফল্য থেকে শুরু করে কমপ্লিট শাটডাউন পেরিয়ে, এখন একটাই লক্ষ্য খুনি-ফ্যাসিস্ট-মাফিয়া-দখলদার ইউনূসের স্টেপডাউন ঘটানো। বাংলাদেশ আওয়ামী যুবলীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, গণতন্ত্রকামী-স্বাধীনতাকামী মানুষ এই মুহূর্ত থেকে জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে দুর্বার গণপ্রতিরোধ গড়ে তুলবে। আমরা এই অবৈধ সরকারের পতন নিশ্চিত না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে। আওয়ামী যুবলীগ মনে করে— গণতন্ত্র ও সংবিধানের বিরুদ্ধে গৃহীত যেকোনো সিদ্ধান্ত বা প্রক্রিয়া জাতির অর্জনকে বিপন্ন করে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে অস্বাভাবিক ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তা শান্তিপূর্ণ গণআন্দোলন ও আইনসঙ্গত প্রতিরোধের মাধ্যমে মোকাবিলা করতে জনগণ ও যুবসমাজ প্রস্তুত রয়েছে। নেতৃত্বদ্বয় বলেন— বাংলাদেশ আওয়ামী যুবলীগ শান্তিপূর্ণ, সাংবিধানিক ও জনগণের অধিকার-নির্ভর গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের প্রকৃত ম্যান্ডেট প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। যে কোনো অন্যায়, অবিচার ও গণতন্ত্রবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে যুবসমাজ দৃঢ় অবস্থান বজায় রাখবে। পরবর্তী কর্মসূচি ১৮ নভেম্বর: সারা দেশে শান্তিপূর্ণ সকাল–সন্ধ্যা শাটডাউন ১৯–২১ নভেম্বর: সারাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভ ও গণতান্ত্রিক প্রতিরোধ কর্মসূচি আওয়ামী যুবলীগ আহ্বান জানায়— দেশের প্রতিটি নাগরিক যেন শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং আইনসঙ্গত উপায়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নেন। যুবলীগ বিশ্বাস করে—জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো অন্যায় টিকতে পারে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বার্তা প্রেরক দপ্তর সেল বাংলাদেশ আওয়ামী যুবলীগ