ওয়ার্কার্স পার্টির কার্যালয় দখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংরা অবাধে দখলের একচেটিয়া অধিকার কায়েম করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দখলের এই নীতিকে বাংলাদেশের মানুষ ইউনূসবাদ নাম দিয়েছে। ফলে জোরজবরদস্তির মাধ্যমে অন্যের ন্যায্য অধিকার হরণের মাধ্যমে সমগ্র দেশে জঙ্গলের নিয়ম প্রতিষ্ঠিত হয়েছে এবং যা একটি সভ্য দেশে কল্পনা করা অসম্ভব। দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী এই ইউনূস গং মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, দখলবাজি করে চলেছে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ উদাহরণ ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা, অফিস সহকারীকে গ্রেফতার ও তা দখল করা হয়েছে। আমরা এই দখলদারিত্বের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই দখলের নীতি মধ্য দিয়ে রাজনৈতিক শত্রুতার বীজ নতুনভাবে বপন করা হলো। আমরা প্রত্যাশা করি প্রতিহিংসার এই চক্র থেকে বাংলাদেশ মুক্তি পাক এবং দেশটা সকলের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ হয়ে উঠুক। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।
