শেখ হাসিনার প্রহসনমূলক বিচারের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের পক্ষের ১০১ প্রকৌশলীর প্রতিবাদ

১৮ নভেম্বর, ২০২৫ | ৭:০৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান প্রহসনমূলক বিচার এর প্রেক্ষিতে দেশে বিদেশে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের ১০০ জন প্রকৌশলী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ১৭ নভেম্বর, সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান ১০১ জন প্রকৌশলী। বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অবকাঠামোগত যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা ধ্বংস করবার জন্যই এই প্রহসনের বিচারের ব্যবস্থা. উন্নয়নের মাঠ পর্যায়ের কর্মী প্রকৌশলীরা এই অবস্থায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই. এতে বলা হয়, বাংলাদেশের বৈধ ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়া সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে উত্থাপিত বিভিন্ন পর্যবেক্ষণ ও উদ্বেগের প্রেক্ষিতে সচেতন প্রকৌশলী সমাজ নিম্নোক্ত আনুষ্ঠানিক অবস্থান প্রকাশ করছে। এতে আরো বলা হয়, প্রকৌশলী সমাজ মনে করে সংসদ কে পাশ কাটিয়ে অবৈধ ভাবে ক্ষমতা দখলকারী ইউনুস আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এর কার্য পরিধি সংশোধন করে যে অধ্যাদেশ জারি করেছে তা সম্পূর্ণ অবৈধ এবং আইনগত এখতিয়ার বহির্ভূত. তাই এইধরণের অবৈধ আদলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার বা দলের কারো বিচার কাজ চলতেই পারে না। বিবৃতিতে আরো বলা হয়, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের খ্যাতিমান আইনজীবী স্টিভেন পাওলস কেসি ও তাতিয়ানা ইটওয়েল জাতিসংঘের নিকট দাখিলকৃত জরুরি আবেদনে উক্ত বিচার প্রক্রিয়ায় গুরুতর আইনি অনিয়ম ও প্রক্রিয়াগত অসামঞ্জস্য‐এর সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তাদের পর্যবেক্ষণে উল্লেখিত প্রধান উদ্বেগসমূহ হলো— ১. অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার পরিচালনা ও মৃত্যুদণ্ডের সম্ভাব্য ঝুঁকি ২. বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কিত অভিযোগ ৩. নির্বাচনী বা সিলেক্টিভ জাস্টিসের আশঙ্কা দেশের এই চরম ক্রান্তিলগ্নে সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে আমাদের জোর দাবি অবিলম্বে এই অবৈধ সরকারের অবৈধ অধ্যাদেশ দিয়ে গঠিত কোর্টের সমস্ত কার্যক্রম বন্ধ করা হোক। অবৈধ অসাংবিধানিক সরকার বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড লঙ্ঘন করছে.স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কিছু নাই. এমত্বাবস্থায় আমরা এই সম্পূর্ণ বিচার প্রক্রিয়া ঘৃণা ভরে প্রত্যাখান করছি. এই তথাকথিত বিচারের রায় যাই হোক প্রকৌশলীরা ক্যাঙ্গারু কোর্টের রায় মানে না মানবে না- ১.প্রকৌশলী মোঃ আব্দুস সবুর ২. প্রকৌশলী শফিকুর রহমান অনু ৩. প্রকৌশলী নাজমুল আহসান ৪. প্রকৌশলী মোঃ হোসাইন ৫. প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ ৬. প্রকৌশলী স্নেহাশিস ভৌমিক ৭. প্রকৌশলী আবুল হোসেন ৮. প্রকৌশলী নুরুজ্জামান ৯. প্রকৌশলী হাবিবুর রহমান ১০. প্রকৌশলী মোঃ মুজিব ১১. প্রকৌশলী জাহিদুল ইসলাম ১২. প্রকৌশলী আমিনুল হক পলাশ ১৩. প্রকৌশলী সাহাদাত হোসেন ১৪. প্রকৌশলী খোকন ১৫. প্রকৌশলী মোঃ পলাশ ১৬. প্রকৌশলী মসিউর রহমান ১৭. প্রকৌশলী মোঃ দোলন ১৮. প্রকৌশলী মোঃ হাবিব ১৯. প্রকৌশলী মাহমুদ শাজাহান ২০. প্রকৌশলী রেসাদ ২১. প্রকৌশলী মনিরুজ্জামান মোহন ২২. প্রকৌশলী সাহাবুদ্দিন মোহাম্মদ ২৩. প্রকৌশলী মোঃ আনোয়ার ২৪. প্রকৌশলী আমজাদ হোসাইন ২৫. প্রকৌশলী রফিকুল আলম ২৬. প্রকৌশলী দীপন কর দীপন ২৭. প্রকৌশলী আঞ্জুমান ইসলাম ২৮. প্রকৌশলী মোঃ ইমরান ২৯. প্রকৌশলী নুরুল ইসলাম ৩০. প্রকৌশলী আব্দুল মতিন ৩১. প্রকৌশলী আব্দুল জলিল ৩২. প্রকৌশলী আব্দুল কাদের ৩৩. প্রকৌশলী খন্দকার কুদরত ৩৪. প্রকৌশলী আব্দুল কুদ্দুস ৩৫. প্রকৌশলী মোঃ মোজাম্মেল ৩৬. প্রকৌশলী মোঃ হাবিবুল্লাহ ৩৭. প্রকৌশলী নূর মোহাম্মদ ৩৮. প্রকৌশলী মোহাম্মদ আলী ৩৯. প্রকৌশলী আব্দুর রোউফ ৪০. প্রকৌশলী আব্দুল মতিন ৪১. প্রকৌশলী নজরুল ইসলাম ৪২. প্রকৌশলী মোঃ রিয়াজ শেখ ৪৩. প্রকৌশলী শেখ ওয়ালিউল্লাহ ৪৪. প্রকৌশলী কামরুল ইসলাম ৪৫. প্রকৌশলী স.ম ফেরদৌস ৪৬. প্রকৌশলী অসীম পোদ্দার ৪৭. প্রকৌশলী দেবাশীষ সাহা ৪৮. প্রকৌশলী সুরঞ্জন চক্রবর্তী ৪৯. প্রকৌশলী নিরঞ্জন সূত্রধর ৫০. প্রকৌশলী সুকুমার পালিত ৫১. প্রকৌশলী আবুল কালাম ৫২. প্রকৌশলী নুরুল আবসার ৫৩. প্রকৌশলী ইকবাল হোসাইন ৫৪. প্রকৌশলী মোস্তফা কামাল ৫৫. প্রকৌশলী আবুল বাশার ৫৬. প্রকৌশলী সিরাজুল ইসলাম ৫৭. প্রকৌশলী পথিক সাহা ৫৮. প্রকৌশলী সোহরাব হোসাইন ভূঁইয়া ৫৯. প্রকৌশলী মুজিবুর রহমান ৬০. প্রকৌশলী জিয়াউল হাসান ৬১. প্রকৌশলী কাদের নেওয়াজ ৬২. প্রকৌশলী মোঃ রফিকুল্লাহ ৬৩. প্রকৌশলী তৃপ্তিময় ঘোষাল ৬৪. প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর ৬৫. প্রকৌশলী বেগম ফারজানা ৬৬. প্রকৌশলী বেগম নুসরাত ৬৭. প্রকৌশলী ডক্টর ইলিয়াস ৬৮. প্রকৌশলী মোঃ নাসিরুদ্দিন ৬৯. প্রকৌশলী কামরুজ্জামান ৭০. প্রকৌশলী প্রাণ কানাই সাহা ৭১. প্রকৌশলী জহিরুল ইসলাম ৭২. প্রকৌশলী সামসুদ্দিন চৌধুরী ৭৩. প্রকৌশলী উত্তম চক্রবর্তী ৭৪. প্রকৌশলী মোঃ মাইনুদ্দিন ৭৫. প্রকৌশলী মনোজকুমার বণিক ৭৬. প্রকৌশলী আব্দুর রাজ্জাক ৭৭. প্রকৌশলী অশোক চক্রবর্তী ৭৮. প্রকৌশলী আলাউদ্দিন আহমেদ ৭৯. প্রকৌশলী তাজুল ইসলাম ৮০. প্রকৌশলী মোঃ বেলাল ৮১. প্রকৌশলী মাহমুদুর রহমান ৮২. প্রকৌশলী আব্দুল হান্নান ৮৩. প্রকৌশলী আরিফুর রহমান ৮৪. প্রকৌশলী এরশাদউল্লাহ ৮৫. প্রকৌশলী আব্দুল ওয়াদুদ ৮৬. প্রকৌশলী শিহাবউদ্দিন ৮৭. প্রকৌশলী মামুনুর রশিদ ৮৮. প্রকৌশলী কামরুল হাসান ৮৯. প্রকৌশলী আমিনুর রশিদ ৯০. প্রকৌশলী আব্দুর রহমান ৯১. প্রকৌশলী মনসুরুল হক ৯২. প্রকৌশলী ফজলুর রহমান ৯৩. প্রকৌশলী আব্দুস সাদেক ৯৪. প্রকৌশলী পীযুষ সাহা ৯৫. প্রকৌশলী জহির আহমেদ ৯৬. প্রকৌশলী আসিরুল ইসলাম ৯৭. প্রকৌশলী গোপাল ভৌমিক ৯৮. প্রকৌশলী মোঃ ফারুক এ. খান ৯৯. প্রকৌশলী রাসেল সরকার ১০০. প্রকৌশলী মোঃ সেলিমুল্লাহ ১0১. প্রকৌশলী মনোরঞ্জন পাল