অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা

১৭ নভেম্বর, ২০২৫ | ১১:০৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বাংলাদেশ আওয়ামী লীগ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের দেওয়া সাম্প্রতিক রায়কে প্রত্যাখ্যান করেছে। দলটি অভিযোগ করেছে, ট্রাইব্যুনালটি “অবৈধভাবে প্রতিষ্ঠিত” এবং এর প্রদত্ত রায়কে তারা “প্রহসনমূলক” হিসেবে দেখছে। বিবৃতিতে বলা হয়, এই রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যা দলটির দাবি অনুযায়ী “বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার পরিপন্থী।” আওয়ামী লীগ মনে করে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে “পূর্বপরিকল্পিতভাবে” এই রায় দেয়া হয়েছে। দলটি আরও অভিযোগ করে, স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী মহলের “সম্মিলিত প্রচেষ্টা” হিসেবে এই রায় দেওয়া হয়েছে, যা তাদের ভাষ্য অনুযায়ী “মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে বিপর্যস্ত করার চেষ্টা।” ঘোষিত কর্মসূচি রায়ের প্রতিবাদে আওয়ামী লীগ দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিগুলো হলো: • ১৮ নভেম্বর: সারা দেশে সর্বাত্মক শাটডাউন • ১৯–২১ নভেম্বর: সারা দেশে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি দলটি জানিয়েছে, তারা এই রায় “ঘৃণাভরে প্রত্যাখ্যান” করছে এবং দেশের জনগণও তা মেনে নেবে না বলে আশা প্রকাশ করেছে।