ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

১৭ নভেম্বর, ২০২৫ | ৭:০২ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মাঠ পর্যায়ের দায়িত্ব গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। রোববার (১৬ নভেম্বর) দুপুরে তিনি জানান, চারটি জেলায় নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অতিরিক্ত টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর এলাকায় নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপ ও নাশকতা রোধে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ, মহাসড়কে অগ্নিসংযোগ এবং যাত্রীবাহী বাসে আগুন ধরানোর মতো ঘটনা সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে।