শাটডাউনকে ঘিরে উদ্বেগ: শিক্ষার্থীদের নিরাপত্তায় অনলাইন ক্লাসের পথে হাঁটছে স্কুলগুলো
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা দুই দিনের দেশব্যাপী শাটডাউনের প্রভাব পড়েছে রাজধানীর শিক্ষা কার্যক্রমে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্বনামধন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠান—টাইনি টটস ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল—আগামী ১৬ ও ১৭ নভেম্বর (রবি ও সোমবার) সশরীর ক্লাস বন্ধ রেখে অনলাইনে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর, ২০২৫) স্কুল দুটির কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিভাবকদের এই সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়, রবি ও সোমবার স্কুলের সকল শ্রেণির কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হবে। যদিও বিজ্ঞপ্তিতে সরাসরি রাজনৈতিক কর্মসূচির কথা উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্টরা বলছেন, শাটডাউন চলাকালে যানচলাচলে সম্ভাব্য বিঘ্ন ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই স্কুল কর্তৃপক্ষ এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। স্কুল কর্তৃপক্ষের এই ঘোষণায় অনেক অভিভাবক স্বস্তি প্রকাশ করলেও, হুট করে অনলাইন ক্লাসের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হওয়ায় কেউ কেউ অসুবিধায় পড়েছেন। এদিকে, রাজধানীর অন্যান্য স্কুলগুলোও একই পথে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষা কার্যক্রম বারবার ব্যাহত হওয়ায় অনেক অভিভাবক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
