দুইদিনের রবীন্দ্র উৎসবে সবাই আমন্ত্রিত…

৬ মে, ২০২৩ | ৫:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

লালন উৎসবের পর আমরা আমাদের জীবনের সব ভালোবাসা, আন্তরিকতা, সততা, মেধা উজাড় করে দিয়ে আরও একটি অনুষ্ঠান করছি—উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব। রবীন্দ্র সম্মিলন পরিষদ ইউএসএ এর আয়োজক। আমাদের সহযোগিতা করছে বিশ্বব্যাপী বিস্তৃত ভারতের পশ্চিম বাংলার সংগঠন বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এবং নর্থ আমেরিকার সবচেয়ে বড় বাঙালি সংগঠন বঙ্গ সংস্কৃতি সংঘ-সিএবি। আমাদের প্রত্যাশা দুই বাংলার বাঙালির মিলন উৎসব হবে রবীন্দ্র উৎসব। আগামীকাল ৬ মে ও পরদিন ৭ মে ২০২৩ শনি ও রবিবার নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে (ফ্লায়ারে ঠিকানা দেওয়া আছে) দুদিনব্যাপী উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা। অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য নেই। সবার জন্য উন্মুক্ত। আমরা যথাসাধ্য দুইমাস বিভিন্ন মাধ্যমে আপনাদের নিমন্ত্রণ জানিয়ে আসছি। তবুও কেউ যদি বাদ পড়ে থাকেন আমাদের নিজ উদারতায় ক্ষমা করবেন। আমরা বিশ্বাস করি, শিল্প-সংস্কৃতি ঘনিষ্ঠ, রবীন্দ্র অনুরাগী যেকোনো ব্যক্তি বা সংগঠনের অনুস্ঠান এই রবীন্দ্র উৎসব। এই উৎসব আপনার উৎসব। তাই আপনি-ই বরং সবার কাছে উৎসবের আমন্ত্রণ পৌছে দিন। এখানে দুই দিনের অনুষ্ঠান সূচি ও যা যা আয়োজন তার আদ্যোপান্ত দেওয়া হলো। দেখুন।