কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অফিস সহকারীকে আটকের প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির
আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে অন্তর্বর্তী সরকারের সমর্থক বিভিন্ন সংগঠনের হুঁশিয়ারির মধ্যে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গত বুধবার রাতে মব সন্ত্রাসীরা হামলা-ভাঙচুর করেছে বলে দাবি করেছে দলটি। ১৫ই নভেম্বর, শনিবার ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতনের পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বুধবার রাত ১১ থেকে সাড়ে ১২টা পর্যন্ত সরকার সমর্থিত মব সন্ত্রাসীরা ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ ঘোষিত লক ডাউন কর্মসূচি প্রতিহত করার নামে ১২ই নভেম্বর তারিখ রাত্র ১১টায় প্রায় শতাধিক লোক ড. ইউনূসের সমর্থনে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ফাঁসি দাবি করে ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আক্রমণ করে এবং ভাঙচুর করে। তারা প্রায় দেড় ঘণ্টা তাণ্ডব চালায়। হামলাকারীরা অফিস সহকারী মনির হোসেনকে মারধর করে তার হাতে ‘বোমা ধরিয়ে দিয়ে’ পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সঙ্গে তারা তালা লাগিয়ে ওই অফিস দখল নিয়ে অফিসের দরজায় ফ্যাসিবাদবিরোধী গবেষণা কেন্দ্রের সাইনবোর্ড লাগিয়ে দেয়। পার্টি অফিসের গলিতে তারা আতঙ্ক ছড়িয়ে ওয়ার্কার্স পার্টি নেতাকর্মীদের আক্রমনের চেষ্টা অব্যহত রেখেছে। এ ঘটনার পুলিশের সহায়তা চাওয়া হলেও তারা নীরবতা পালন করে। পার্টির নেতৃবৃন্দ বলেন, ওয়ার্কার্স পার্টি অফিস আক্রমণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছে এবং অফিস সহকারী মনির হোসেনের মুক্তি দাবি করছে।
