বাংলাদেশি এমপিদের ‘অধিকার লঙ্ঘন হওয়ায়’ আইপিইউয়ের উদ্বেগ
মানবাধিকার লঙ্ঘনসহ বাংলাদেশের সাবেক সংসদ সদস্যদের ‘নির্বিচারে’ গ্রেপ্তার ও আটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। এ বিষয়ে গেল ২৩ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউয়ের গভার্নিং কাউন্সিলের ২১৬তম অধিবেশনে একটি প্রস্তাব অনুমোদন হয় বলে জানিয়েছে কানাডাভিত্তিক বেসরকারি সংস্থা— গ্লোবাল সেন্টার ফর ডেমোক্র্যাটিক গভার্নেন্স (জিসিডিজি)। বুধবার সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে আইপিইউয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, জিসিডিজির প্রেসিডেন্ট গত ২ অক্টোবর জেনেভায় আইপিইউ মহাসচিব মার্টিন চুংগংসহ সংস্থাটির মানবাধিকার বিষয়ক একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। “সেখানে জিসিডিজি প্রেসিডেন্ট ১৫ জন নারী এমপিসহ ১২২ জন সাবেক বাংলাদেশি সংসদ সদস্যের গ্রেপ্তারের বিষয়ে একটি প্রতিবেদন হস্তান্তর করেন, যারা এখন বন্দি অবস্থায় আছেন এবং বিভিন্ন মামলায় তাদের বিচার চলছে।” জিসিডিজি বলছে, “গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্যদের মধ্যে মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন গত ২৯ সেপ্টেম্বর কারা হেফাজতে থাকা অবস্থায় মারা যান। এছাড়া আটজন সংসদ সদস্য অস্থায়ী জামিনে রয়েছেন। “আইপিইউয়ের গভর্নিং কাউন্সিল আশা করে, অন্তর্বতী সরকার এমন পদক্ষেপ নেবে, যেন আওয়ামী লীগসহ সব দলের কর্মী-সমর্থকরা নির্বাচনে সমানভাবে অংশগ্রহণের সুযোগ পান।” আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে আইপিইউ গভর্নিং কাউন্সিল আহ্বান জানিয়েছে বলে জিসিডজির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
