ঢাকা লকডাউন: গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি

১৩ নভেম্বর, ২০২৫ | ৬:০৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে রাজধানীতে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। বাসের সংখ্যা কমে যাওয়ায় রাস্তায় রিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের দৌরাত্ম বেড়েছে, ফলে অতিরিক্ত ভাড়া গুনে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের। বৃহস্পতিবার সকাল থেকে ফার্মগেট, মিরপুর রোড, ধানমণ্ডি, সেগুনবাগিচা, কাকরাইল, বনানী ও বাড্ডা এলাকায় ঘুরে এ চিত্র দেখা যায়। সকাল ৮টার পর থেকেই বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়, অনেক রুটে দীর্ঘ সময় ধরে কোনো পরিবহন পাওয়া যাচ্ছিল না। মিরপুর থেকে মতিঝিলগামী যাত্রী নাসির উদ্দিন বলেন, “সাধারণত সকালে ৫ মিনিট পর পর বাস আসে, আজ আধা ঘণ্টা অপেক্ষা করেও পাচ্ছি না।” এদিকে রাস্তায় বাস কমে যাওয়ায় রিকশা ভাড়া বেড়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। বাড্ডা থেকে ফার্মগেট পর্যন্ত প্রতিদিন ৬০ টাকায় যাতায়াত করেন এমন এক যাত্রী, নাজমুল হাসান বলেন, “আজ ৯০ টাকা চাচ্ছে রিকশাওয়ালারা, কমতে রাজি না।” সকালে কিছু রুটে মিনিবাস ও লেগুনা চললেও, অধিকাংশ যানবাহনে যাত্রী ছিল কম। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও তুলনামূলকভাবে কম ছিল। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকেই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল দেখা গেছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রামপুরা টেলিভিশন কেন্দ্রের সামনে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট মাসুদ রানা বলেন, “সকালে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি ও লোকজনের চলাচল বাড়ছে। এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পাইনি।” এদিকে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে আজ। এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। তবে শহরে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ বা সহিংসতার খবর মেলেনি। মালিবাগ এলাকায় অফিসগামী বেসরকারি কর্মকর্তা শারমিন আরা বলেন, “অফিসের দেরি হয়ে যাচ্ছিল, তাই আজ বাসের বদলে মোটরবাইক রাইড নিতে হলো। ভাড়া বেশি পড়েছে, কিন্তু উপায় ছিল না।” বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর প্রধান সড়কগুলোতে যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। তবে অনেক এলাকায় যাত্রীদের ভোগান্তি থেকে যায় সকাল পর্যন্ত।