লীগ আহূত লকডাউনে, পেছানো হলো জাপান অ্যাম্বাসির অনুষ্ঠান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগভুক্ত DJS Japanese Language Club আয়োজিত “১ম জাপানিজ স্পিচ কনটেস্ট, ২০২৫”-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু, অপরিহার্য কারণবশত পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করে প্রতিযোগিতাটি এখন অনুষ্ঠিত হবে রবিবার, ১৬ই নভেম্বর ২০২৫। ভেন্যু নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়াম। ক্লাবের সাধারণ সম্পাদক পিয়াস কুমার পাল আয়োজক কমিটির পক্ষে অনিবার্য কারণবশতঃ এই পরিবর্তনের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে পরিবর্তিত তারিখে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, অতিথি ও ভাষাপ্রেমীদের উদ্দীপনামূলক উপস্থিতি কামনা করলেও; সূত্র মারফত জানা যায় যে, ১৩ তারিখ উপলক্ষে আওয়ামী লীগের ডাকা লকডাউনে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক হয়ে উঠেছে। একইসাথে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথের রাজনীতি। তাই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জাপান অ্যাম্বাসি এবং জাপান ফাউন্ডেশন ১৩ তারিখে অনুষ্ঠান জারি রাখতে সম্মত হয় নি। জানা যায়, জাপানিজ স্টাডিজ বিভাগের সাদা দলপন্থি এক প্রভাবশালী শিক্ষক অনুষ্ঠানটি ১৩ তারিখেই আয়োজনে জোর প্রদান করলেও পরবর্তীতে তা ধোপে টিকে নি।
