বাংলাদেশে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যানের
ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান বাংলাদেশে ‘অবাধ, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন নিশ্চিত করার জন্য মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার এক বিবৃতিতে বলেন, “নির্বাচন গণতন্ত্রের ভিত্তি এবং জনগণের ইচ্ছার সত্যিকারের প্রতিফলন। তাই নির্বাচন যেন মুক্ত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়, তা নিশ্চিত করতে বর্তমান সরকারকে আমি অনুরোধ করছি।” হাউস অফ কমন্সের হ্যারো ইস্ট আসনের এমপি বব ব্ল্যাকম্যান বলেন, ইউনূস সরকার শপথ গ্রহণের সময় ‘আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়বিচার ও ন্যায্যতা নিশ্চিত করার’ প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা প্রত্যাশিত মাত্রায় হয়নি। তিনি আরও বলেন, “ড. ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাই তার নেতৃত্বে সরকারের দায়িত্ব সকল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও পরিচয়ের মানুষকে বাংলাদেশের পুনর্নির্মাণে অংশগ্রহণের সুযোগ দেওয়া।” বিশেষ করে জুলাই আন্দোলনের পর কঠিন পরিস্থিতির মুখোমুখি সংখ্যালঘুদের নিরাপত্তা ও সমাজে সমান অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। বব ব্ল্যাকম্যান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের প্রতিফলন উল্লেখ করে বলেন, “সংস্কৃতি, ভাষা ও আত্মপরিচয়ের জন্য সংগ্রাম করা মানুষের রাজনৈতিক অধিকার পুনঃস্থাপন এবং একটি ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গড়ার জন্য সহায়তা নিশ্চিত করতে হবে, যেখানে প্রতিশোধ বা বৈষম্যের কোনো জায়গা থাকবে না।”
