আগুনের ঘটনায় স্থায়ী বহিষ্কার ছাত্রদল নেতা
রাজশাহীতে দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে গিয়ে নিজের শরীরে আগুন লেগে যাওয়ার ঘটনার চরম মূল্য দিতে হলো ছাত্রদল নেতা শহীদুল ইসলাম শহীদকে। এই নাটকীয় ঘটনার ঠিক একদিন পরই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। এতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় গত সোমবার বিকেলে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে। কিন্তু এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থির। দলীয় এই সিদ্ধান্তের প্রতিবাদে নাসির হোসেনের সমর্থকরা রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এই অগ্নি-বিক্ষোভ চলাকালেই অপ্রত্যাশিতভাবে রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের শরীরে আগুন ধরে যায়। উপস্থিত অন্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেললেও এই ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। দলের সিদ্ধান্ত অমান্য করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং নিজের শরীরে আগুন লাগার মতো চাঞ্চল্যকর ঘটনাকে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’ হিসেবে দেখছে কেন্দ্রীয় ছাত্রদল। বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত শহীদুল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
