ঢাকা লকডাউন প্রভাব: নটর ডেমে পরীক্ষা স্থগিত, মার্কেটও বন্ধ

১২ নভেম্বর, ২০২৫ | ৭:৫১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

বাংলাদেশ আওয়ামী লীগের আগামী ১৩ তারিখ দলের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আনুষ্ঠানিক শুরুর আগেই এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীতে। সম্ভাব্য জনদুর্ভোগ ও নিরাপত্তার আশঙ্কায় রাজধানীর শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ তাদের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মার্কেটও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কর্মসূচির দিনে শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তার কথা বিবেচনা করে নটর ডেম কলেজ কর্তৃপক্ষ একটি জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে। কলেজ থেকে প্রকাশিত নোটিশে জানানো হয়, আগামী ১৩ নভেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের কুইজ ও প্র্যাকটিক্যাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ১৬ নভেম্বর, রবিবার অনুষ্ঠিত হবে। যদিও নোটিশে সরাসরি রাজনৈতিক কর্মসূচির কথা উল্লেখ করা হয়নি, তবে অভিভাবক ও শিক্ষার্থীরা মনে করছেন, ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির কারণেই কলেজ কর্তৃপক্ষ এই প্রতিরোধমূলক সিদ্ধান্ত নিয়েছে, যাকে তারা স্বাগত জানিয়েছেন। একইভাবে, রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র রূপায়ণ লতিফা শামসুদ্দিন স্কয়ার কর্তৃপক্ষও বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তাদের নোটিশে কারণ হিসেবে ‘বৈদ্যুতিক সাবস্টেশনের রক্ষণাবেক্ষণ’-এর কথা বলা হলেও, কর্মসূচির দিনেই এই সিদ্ধান্ত নেওয়ায় এটিকে অনেকেই কৌশল হিসেবে দেখছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, "লকডাউনের মতো কর্মসূচিতে ক্রেতা সমাগম প্রায় শূন্য থাকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং লোকসান থেকে বাঁচতে মার্কেট বন্ধ রাখাই শ্রেয়।" এই দুটি সিদ্ধান্ত প্রমাণ করে, রাজনৈতিক কর্মসূচির আগেই রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হওয়ার পথে। আশঙ্কা করা হচ্ছে, আরও অনেক শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান একই ধরনের পদক্ষেপ নিতে পারে, যা বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে এক অঘোষিত অচলাবস্থা তৈরি করবে।