পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে আরেক বাংলাদেশী জঙ্গির মৃত্যু

১২ নভেম্বর, ২০২৫ | ৬:০৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

পাকিস্তানে তালেবান ঘনিষ্ঠ সংগঠন টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে গোপালগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রতন ঢালী (২৪), বাড়ি মকসুদপুর উপজেলার হরিরচর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। এসবির বিশেষ পুলিশ সুপার রওশন সাদিয়া আফরোজ জানিয়েছেন, পাকিস্তানের পক্ষ থেকে কিছুদিন আগেই রতনের মৃত্যুর খবর তাদের জানানো হয়। তিনি বলেন, “মাদারীপুরের ফয়সালের আগেই রতন নিহত হয়েছেন।” এর আগে মাদারীপুরের ফয়সাল নামে আরেক বাংলাদেশি যুবক পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা অভিযানে নিহত হন। দুজনই ভারত হয়ে পাকিস্তান গিয়েছিলেন বলে জানিয়েছে এসবি। রতনের পরিবার জানায়, তিনি ঢাকায় একটি হিজামা সেন্টারে কাজ করতেন। পরে দুবাই যাওয়ার কথা বলে ২০২৩ সালের রমজানে দেশ ছাড়েন। পরিবার তখন ভেবেছিল তিনি দুবাইয়ে আছেন। পরে পুলিশের মাধ্যমে জানতে পারে তিনি পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করছেন। রতনের বাবা আনোয়ার ঢালী বলেন, “ছেলে দুবাই যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়েছিল। এখন শুনছি সে পাকিস্তানে মারা গেছে। যদি সত্যি হয়, আমি চাই তার লাশটা যেন দেশে আনা হয়।” এসবির তথ্যমতে, রতন ও ফয়সাল দুজনই বাংলাদেশের খিলগাঁও এলাকায় থাকা এক হিজামা সেন্টারের মালিক ইয়াসিন রাফি সিয়াম ওরফে সাইফুল্লাহ গুরাবার মাধ্যমে টিটিপির সঙ্গে যুক্ত হন। এখন পর্যন্ত পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে অন্তত পাঁচ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।