আওয়ামী লীগের লকডাউন কর্মসূচী: শান্তা-মরিয়ম, এআইইউবি’তে ১২-১৩ নভেম্বরের ক্লাস-পরীক্ষা বাতিল

১২ নভেম্বর, ২০২৫ | ৭:৪৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

আওয়ামী লীগের ঘোষিত দুই দিনের ‘লকডাউন কর্মসূচী’কে কেন্দ্র করে রাজধানীর দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়—শান্তা-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (SMUCT) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB)—আগামী ১২ ও ১৩ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয় দুটির একাডেমিক কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইমেইল ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দুই দিন ক্লাস ও পরীক্ষার কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে স্থগিত ক্লাস ও পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। শান্তা-মরিয়ম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১২ ও ১৩ নভেম্বরের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশনা ইমেইলের মাধ্যমে জানানো হবে।” একইভাবে এআইইউবি কর্তৃপক্ষ এক নোটিশে জানিয়েছে, “পরিবহন পরিস্থিতি ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তার কারণে নির্ধারিত তারিখের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্থগিত ক্লাস ও পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।” রাজধানীতে আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচী’ ঘিরে যান চলাচলে নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা ও অফিস-আদালতের উপস্থিতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।