ইউনুস সরকারের মুখপাত্রের মন্তব্যে ক্ষোভ — ক্ষমা চাইতে বললেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া

১২ নভেম্বর, ২০২৫ | ৭:২৯ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ইউনুস সরকারের মুখপাত্র শফিকুল আলমের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাক্ষাৎকার নেওয়া ভারতীয় ও বিদেশি সাংবাদিকদের বিরুদ্ধে দেওয়া তার মন্তব্যকে “অনুপযুক্ত ও অগ্রহণযোগ্য” বলে নিন্দা জানিয়েছে সংগঠনটি। প্রেস ক্লাব অব ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, “গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার আছে। সরকার বা মুখপাত্রদের দায়িত্ব হলো সেই অধিকারকে সম্মান জানানো।” সংগঠনটি শফিকুল আলমকে সরাসরি ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছে এবং সাংবাদিকদের প্রতি সম্মানজনক আচরণ বজায় রাখার পরামর্শ দিয়েছে। ঘটনাটি ভারতীয় সংবাদমাধ্যম ও সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।