সরকারি সফরে পাকিস্তান গিয়ে অতিরিক্ত দিন অবস্থান, আলোচনায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সৈয়দা রিজওয়ানা হাসান পাকিস্তানে তিন দিনের এক সরকারি সফরে গিয়েছিলেন, যা এখন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে পাকিস্তান সফর করেন। সরকারি নথি অনুযায়ী, রিজওয়ানা হাসান ৪ নভেম্বর ইসলামাবাদে পৌঁছান এবং ৭ নভেম্বর পর্যন্ত তাঁর সরকারি কর্মসূচি ছিল। তবে তিনি, তাঁর স্বামী আবু বকর সিদ্দিক ও আরও তিন আত্মীয় ১০ নভেম্বর ভোররাতে ঢাকায় ফিরে আসেন—অর্থাৎ অনুমোদিত সময়ের চেয়ে তিন দিন বেশি অবস্থান করেন। ইমিগ্রেশন রেকর্ডে দেখা যায়, তাঁরা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ ফ্লাইটে ইসলামাবাদ হয়ে দোহা হয়ে ঢাকায় ফেরেন। সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ ছিল— “উপদেষ্টা রিজওয়ানা হাসান অনুমোদিত সময়সীমার বাইরে প্রয়োজনীয় যাত্রা সময় ছাড়া বিদেশে অবস্থান করতে পারবেন না।” তবুও তিনি ৭ নভেম্বরের পর আরও কয়েক দিন ইসলামাবাদে অবস্থান করেন বলে জানা গেছে। অফিসিয়াল নথি অনুযায়ী, রিজওয়ানা হাসান অংশ নিয়েছিলেন ‘Sustainable Development in the Emerging World Disorder’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে। ৪ নভেম্বর তিনি ছিলেন একজন Distinguished Speaker, আর ৬ নভেম্বর একটি সেশনের Chair, যার বিষয় ছিল— ‘Advancing SDG 7 in the Hindu Kush Himalaya: Climate Resilient Renewable Energy and Regional Cooperation’। যদিও তাঁর বক্তব্য বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো আনুষ্ঠানিক নথি প্রকাশ করা হয়নি, সরকারি কাগজে দেখা যায়, সফরের বিমানভাড়া ও ব্যয় বহন করেছে জাপানের কানাগাওয়াভিত্তিক সংস্থা Institute for Global Environmental Strategies (IGES)। সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে— “যদি সরকারি প্রাপ্যতার আওতায় অতিরিক্ত খরচ হয়, তা মন্ত্রিপরিষদ বিভাগের বাজেট থেকে মেটানো যেতে পারে।” উল্লেখ্য, কিছুদিন আগেই রিজওয়ানা হাসান আলোচনায় আসেন সিলেটের ভোলাগঞ্জে ধোলাই নদীর তীরে পাথর উত্তোলন নিয়ে বিতর্কে, যেখানে অভিযোগ ওঠে স্থানীয় পাথর মাফিয়া নদীর তীর উন্মুক্ত করে ফেলেছে। অন্যদিকে, গত কয়েক মাসে পাকিস্তানি কর্মকর্তারা একাধিকবার বাংলাদেশ সফর করলেও, বাংলাদেশি পক্ষ থেকে এই প্রথম কোনো উপদেষ্টা ইসলামাবাদে গিয়েছেন।
