‘সি’ গ্রেডের গভর্নরে চলছে কেন্দ্রীয় ব্যাংক

১১ নভেম্বর, ২০২৫ | ৭:২৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

আন্তর্জাতিক আর্থিক সাময়িকী গ্লোবাল ফাইন্যান্স প্রকাশিত ‘সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড ২০২৫’-এ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ‘সি’ গ্রেড অর্জন করেছেন। এই গ্রেড কেন্দ্রীয় ব্যাংকের সামগ্রিক পারফরম্যান্সকে ‘মিশ্র’ (mixed) হিসেবে মূল্যায়ন করে, যা চারটি মূল সূচকে গড়পড়তা ফলাফলের ইঙ্গিত দেয়: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন মুদ্রার স্থিতিশীলতা নীতিগত বিশ্বাসযোগ্যতা গ্লোবাল ফাইন্যান্সের এই বার্ষিক প্রতিবেদন বিশ্বের ১০০টি দেশের কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের মূল্যায়ন করে, যা আন্তর্জাতিক অর্থনীতিবিদ, ব্যাংকার ও বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে প্রস্তুত করা হয়। গ্রেডিং স্কেল ‘এ প্লাস’ থেকে ‘এফ’ পর্যন্ত বিস্তৃত, যেখানে ‘সি’ মানে গড়ের নিচে কিন্তু ব্যর্থ নয়—অর্থাৎ কিছু ক্ষেত্রে সাফল্য থাকলেও উল্লেখযোগ্য দুর্বলতা রয়েছে।তুলনামূলক পারফরম্যান্স ভিয়েতনাম: গভর্নর নুয়েন থি হং — এ প্লাস (সর্বোচ্চ) শ্রীলঙ্কা: গভর্নর নন্দলাল উইরাসিংহে — এ ভারত: গভর্নর শক্তিকান্ত দাস — এ (২০২৪-এও একই গ্রেড) পাকিস্তান: গভর্নর জামিল আহমদ — বি মাইনাস ড. আহসান এইচ মনসুর ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর নির্বাহী পরিচালক এবং আইএমএফ-এর সাবেক অর্থনীতিবিদ ছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক ডলার সংকট নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে সংস্কার এবং মুদ্রানীতি সংস্কারে কিছু পদক্ষেপ নিলেও, উচ্চ মূল্যস্ফীতি (৯.৫%+), রিজার্ভের চাপ এবং বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা এই মূল্যায়নে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন পদ্ধতি স্কোরিং: ০–১০০ (এ প্লাস = ৯৫+, সি = ৬০–৬৯) তথ্য উৎস: আইএমএফ, বিশ্বব্যাংক, জাতীয় পরিসংখ্যান বিশেষজ্ঞ প্যানেল: ২৫+ আন্তর্জাতিক অর্থনীতিবিদ গ্লোবাল ফাইন্যান্স ১৯৯৪ সাল থেকে এই রিপোর্ট প্রকাশ করে আসছে। বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র জানিয়েছেন, “নতুন গভর্নর মাত্র ১৫ মাসের মধ্যে যে সংস্কার শুরু করেছেন, তা দীর্ঘমেয়াদে ফল দেবে।” তবে অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি ৬%-এর নিচে আনা এবং রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে উন্নীত করা হলে আগামী বছর গ্রেড উন্নতি সম্ভব।