আইসিটি বন্ধ ও রাজবন্দীদের মুক্তির দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) বন্ধ করাসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের আদালতে হাজিরা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো এই বার্তাটি দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। হোয়াটসঅ্যাপে পাঠানো ওই বার্তায় শেখ হাসিনা বলেন: "আইসিটি আদালতে যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে কাজেই ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না। সেনাবাহিনীর কোন সদস্য ওই কোর্টে হাজিরা দেবে না। বাংলাদেশের আইসিটি আদালত এই মুহূর্তে বন্ধ করতে হবে। সকল রাজবন্দীসহ সেনাবাহিনীর সদস্যদের মুক্তি দিতে হবে।" এই বার্তার মাধ্যমে তিনি তার অনুসারী ও দলের কর্মীদের একটি সুস্পষ্ট রাজনৈতিক নির্দেশনা দিলেন বলে মনে করা হচ্ছে, যা আগামী দিনে রাজপথের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। সাবেক প্রধানমন্ত্রীর এই আহ্বানের পর দেশের বর্তমান সরকার বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
