‘অবৈধ সরকারকে’ হটাতে চূড়ান্ত আল্টিমেটাম: ১৩ তারিখ ঢাকা অচল করে দেওয়ার ডাক সজীব ওয়াজেদ জয়ের
এক উত্তপ্ত রাজনৈতিক বার্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ‘অবৈধ’ এবং ‘রাজাকারদের মদদপুষ্ট’ আখ্যা দিয়ে আগামী ১৩ তারিখ দেশব্যাপী, বিশেষ করে ঢাকা অবরোধের মাধ্যমে সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি এই ‘অবৈধ সরকারের’ পতন ঘটাতে এবং দেশকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান। ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, "আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে, দেশে কোনো আইনশৃঙ্খলা নেই এবং জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে।" তিনি অভিযোগ করেন, এই সরকার স্বাধীনতার চেতনা ও ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে এবং দেশকে ‘জামাতী রাজাকারদের’ হাতে তুলে দিচ্ছে। জয় বলেন, "এখন রাজাকাররাই ক্ষমতায়। এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলিয়ে, মিথ্যা মামলায়, গায়ের জোরে সাজা দিতে।" এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি চূড়ান্ত কর্মসূচী ঘোষণা করে বলেন, "১৩ তারিখ আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে।" তিনি অবরোধ সফল করতে দেশের সকল স্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি নির্দেশ দেন, "আপনারা কেউ কাজে যাবেন না। ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে ক্লাসে যাবেন না। দোকানপাট, বাস, রিকশা, সব বন্ধ রাখবেন।" আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে জয় বলেন, "এই সরকারটি অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ। আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না।" তিনি স্মরণ করিয়ে দেন যে, এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হত্যা করেছে, যার কোনো বিচার হয়নি। বার্তায় তিনি জনগণকে নির্ভয়ে থাকার আহ্বান জানিয়ে বলেন, "এরা গায়ের জোরে চেষ্টা করছে দমন করতে, তবে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি বাসায় থাকেন, এরা আপনাদের কিছু করতে পারবে না।" '৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে তিনি বলেন, "’৭১-এর আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি। এই আন্দোলনও আমরা সফল হবো। আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য।" তাঁর এই কড়া বার্তা এবং সরাসরি অবরোধের ডাক রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে।
