টি-টেনে নেতৃত্ব দেবেন সাকিব

৯ নভেম্বর, ২০২৫ | ৫:১৯ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

আবুধাবি টি-টেন লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। গত মাসে সাকিবকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে রয়্যাল চ্যাম্পস। অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিবেচনায় সাকিবকেই অধিনায়কের দায়িত্ব দিয়েছে তারা। প্রথমবারের মতো আবুধাবি টি-টেন লিগে অংশ নিচ্ছে রয়্যাল চ্যাম্পস। নবীন দলটির হয়েই এবার মাঠ মাতাবেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে শুধু খেলোয়াড় নন, নেতা হিসেবে মাঠে থাকবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবকে অধিনায়কত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চ্যাম্পস। নিজেদের অফিশিয়াল ফেসবুকে পোস্ট করা ২১ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশের অলরাউন্ডার সাকিবকে অধিনায়ক হিসেবে পরিচয় করে দিয়েছে। আর ক্যাপশনে লিখেছে, ‘অপেক্ষা শেষে সিংহাসন রাজা খুঁজে পেয়েছে। রয়্যালসকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। একজন সত্যিকারের চ্যাম্পিয়ন, নির্ভীক নেতা। চ্যাম্পসের অধিনায়কত্ব পেয়ে দারুণ রোমাঞ্চিত সাকিব। তিনি বলেছেন, ‘রয়্যাল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য গর্বের। এমন প্রতিভাবান স্কোয়াড ও পেশাদার কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমরা চাই, মাঠে পারফরম্যান্স দিয়ে নিজেদের পরিচয় তৈরি করতে, যাতে দর্শকরা খেলার মধ্যেই খুঁজে পান উৎসাহ ও আনন্দ।’ আগামী ১৮ নভেম্বর শুরু হবে লিগটি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ কোয়েটা কাভালরি ও নর্দান ওয়ারিয়র্স। পরের দিন সাকিবের নেতৃত্বে মাঠে নামবে চ্যাম্পস। তাদের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। সাকিবের নেতৃত্বে খেলবেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুস, ক্রিস জর্ডানের মতো তারকারা। দলের হেড কোচ কোর্টনি ওয়ালশ।