সর্বোচ্চ বেতন-ভাতা ইলনের, প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য প্রস্তাবিত প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার মূল্যের বিশাল বেতন-ভাতা প্যাকেজ অনুমোদন করেছে কোম্পানির শেয়ারহোল্ডাররা। এটি এখন পর্যন্ত করপোরেট ইতিহাসে অন্যতম বৃহত্তম বেতন চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত টেসলার বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের প্রায় ৭৫ শতাংশ ভোটে মাস্কের এই বেতন প্যাকেজ অনুমোদন পায়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, মাস্ককে এই প্যাকেজের সম্পূর্ণ সুবিধা পেতে হলে আগামী ১০ বছরে টেসলার রোবোট্যাক্সি প্রকল্পের আওতায় অন্তত ১০ লাখ স্বয়ংক্রিয় গাড়ি চালু করতে হবে। পাশাপাশি কোম্পানির বাজারমূল্য বর্তমান ১ লাখ ৪০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ৮ লাখ ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করতে হবে। সভায় এই ঘোষণা আসার পর মাস্ক মঞ্চে উঠে আনন্দ প্রকাশ করেন এবং বলেন— “আমরা শুধু টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায় নয়, বরং একটি সম্পূর্ণ নতুন বই লিখতে যাচ্ছি।” টেসলার নতুন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা ইলন মাস্ক সভায় টেসলার ‘অপটিমাস’ হিউম্যানয়েড রোবট প্রকল্পের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, এপ্রিল মাস থেকেই দুই সিটের ‘সাইবারক্যাব’ নামে স্টিয়ারিংহীন রোবোট্যাক্সি উৎপাদন শুরু হবে। এছাড়া টেসলার নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার ‘রোডস্টার’ উন্মোচনের ঘোষণা দেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে নেতৃত্ব ধরে রাখতে টেসলা নিজস্ব AI চিপ উৎপাদন কারখানা নির্মাণ করবে এবং ইন্টেলের সঙ্গে প্রযুক্তিগত সমন্বয়ও করবে বলে জানিয়েছেন মাস্ক। আগামী দশকের জন্য মাস্কের প্রধান লক্ষ্যসমূহ হলো— প্রতিবছর ২ কোটি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন, ১০ লাখ রোবোট্যাক্সি চালু, ১০ লাখ রোবট বিক্রি, এবং ৪০০ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন। এই প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন হলে মাস্ক কোম্পানির ১ শতাংশ করে শেয়ার পাবেন। সব লক্ষ্য অর্জিত হলে তার হাতে থাকবে টেসলার মোট ১২ শতাংশ শেয়ার, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার। চ্যালেঞ্জ ও সমালোচনা সম্প্রতি রাস্তায় রেড সিগন্যাল অমান্য করে দুর্ঘটনা ঘটানোয় টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি নিয়ে তদন্ত করছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলো। যদিও এসব বিতর্ক চলমান, তবু গত ছয় মাসে টেসলার শেয়ারমূল্য ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে এই বিশাল বেতন চুক্তি নিয়ে আপত্তি তুলেছে কিছু বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান যেমন নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ও ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম। তাদের দাবি, এত বড় অঙ্কের চুক্তি শেয়ারহোল্ডারদের স্বার্থে ভারসাম্যহীন। অন্যদিকে, টেসলা বোর্ডের বক্তব্য, “ইলন মাস্কের নেতৃত্ব ছাড়া টেসলার অগ্রগতি ও উদ্ভাবন সম্ভব নয়।” তাদের মতে, এই প্যাকেজ কোম্পানির ভবিষ্যৎ সাফল্য এবং শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি লাভ নিশ্চিত করবে। বিশ্লেষকদের মতে, এই চুক্তি কেবল একটি বেতন চুক্তি নয়, বরং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নতুন যুগের সূচনা। রোবোট্যাক্সি, হিউম্যানয়েড রোবট, এআই চিপ—সবকিছুই মাস্কের বৃহৎ লক্ষ্য “অটোমেশন-ভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলা”–এর সঙ্গে সঙ্গতিপূর্ণ।
