ইন্দোনেশিয়ার মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুল কমপ্লেক্সের মসজিদে শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন মুসল্লি আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। জাকার্তা পুলিশের বরাত দিয়ে জানা যায়, উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকায় নামাজের সময় আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। আহতদের অনেকের শরীরে পোড়া দাগ ও কাটা-ছেঁড়ার চিহ্ন রয়েছে। দ্রুত তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাকার্তা শহরের পুলিশপ্রধান আসেপ এদি সুহেরি স্থানীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, “বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। আমরা ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছি এবং বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে।” স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে কয়েকটি অ্যাম্বুলেন্স ও দমকল কর্মী অবস্থান করছে। যদিও মসজিদের ভবনে বড় কোনো গঠনগত ক্ষতি দেখা যায়নি, তবে নামাজে অংশ নেওয়া বহু মানুষ আতঙ্কে ছুটোছুটি করেন। এ ঘটনায় জাকার্তাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি গ্যাস লিক বা বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা হতে পারে, তবে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
