টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে অন্তত সাতটি তুলার গুদাম। এর আগে বেলা বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেইট এলাকার মুন্নু মিলের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে আব্দুল মান্নান মিয়ার তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন, সাত্তার চৌধুরী ও জহিরুল ইসলামের মালিকানাধীন গুদামগুলোতে। আগুনের তীব্রতায় আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতা থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বেলা ১১টা ৪৫ মিনিটে তুলার গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১১টা ৪৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করে তিনটি স্টেশনের ৭টি ইউনিট।
