হেনস্তা ও আইফোন চুরির অভিযোগ, কিশোরগঞ্জ ছাড়ার ঘোষণা আইনজীবীর

৮ নভেম্বর, ২০২৫ | ৫:১৬ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে কিশোরগঞ্জ ছাড়ার ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট ফয়জুল করিম। সাম্প্রতিক সময়ে হয়রানি, সম্মানহানি এবং নিজের আইফোন ১৩ মডেলের মোবাইল ফোন চুরির মতো ঘটনার শিকার হয়েছেন বলে তিনি পোস্টে উল্লেখ করেন। আজ (এখানে তারিখ উল্লেখ করা যেতে পারে) সকালে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে অ্যাডভোকেট করিম এই সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি ইংরেজিতে লেখেন, "On the name of my Lord, Sorry kishorgonj I am unable to stay here." যার অর্থ, "প্রভুর নামে বলছি, দুঃখিত কিশোরগঞ্জ, আমি এখানে থাকতে পারছি না।" পোস্টে তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে তিনি তার নাম ও খ্যাতির ওপর আঘাত হানে এমন অনেক "বোকামিপূর্ণ" ঘটনার (stupidity) সম্মুখীন হয়েছেন। তিনি অভিযোগ করেন, তার দুটি ফোনেই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না এবং এর মধ্যে তার আইফোন ১৩ মডেলের ফোনটি চুরি হয়ে গেছে। এই পরিস্থিতিতে তিনি ও তার স্ত্রী কিশোরগঞ্জ ত্যাগ করছেন বলে জানান। তবে তাদের ৯ বছর বয়সী সন্তানকে আপাতত তার নানার বাড়িতে (শ্বশুরবাড়ি) রেখে এসেছেন বলেও তিনি উল্লেখ করেন। পোস্টের শেষে তিনি দুটি মোবাইল নম্বরও (.01715505300 এবং .01711253241) জুড়ে দেন। তাঁর এই পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে আলোচনা তৈরি হয়। পোস্ট দেওয়ার অল্প সময়ের মধ্যেই এতে তিন শতাধিক প্রতিক্রিয়া এবং প্রায় অর্ধশত মন্তব্য আসে। অনেকেই মন্তব্য বিভাগে তার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার পেছনের কারণ বিস্তারিত জানতে চেয়েছেন। তবে ঠিক কী ধরনের হেনস্তার শিকার তিনি হয়েছেন বা কারা এর সাথে জড়িত, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু বলা হয়নি। এ বিষয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।