শেখ হাসিনা সরকারের মেগা প্রকল্পের বাস্তবায়ন: কমলাপুরে চালু আন্ডারপাস
রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করে উদ্বোধন করা হলো বহুল প্রতীক্ষিত কমলাপুর টিটি পাড়া রেলওয়ে আন্ডারপাস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম মেগা প্রকল্প ‘পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প’-এর অংশ হিসেবে নির্মিত এই আন্ডারপাসটি চালুর মধ্য দিয়ে অবসান ঘটল ওই এলাকার দীর্ঘদিনের যানজটের ভোগান্তির। গতকাল একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এটি যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। দেশের অন্যতম প্রধান ও ব্যস্ততম কমলাপুর রেলওয়ে স্টেশনের কারণে টিটি পাড়া ক্রসিংটি রাজধানীর একটি তীব্র যানজটপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ছিল। প্রতিদিন অসংখ্য ট্রেন আসা-যাওয়ার সময় রেলগেট ফেলার কারণে মালিবাগ থেকে মতিঝিলগামী সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হতো, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ ছিল। নতুন এই আন্ডারপাস নির্মাণের ফলে এখন থেকে রেললাইন ও সড়কপথ সম্পূর্ণ পৃথক হয়ে গেছে। ট্রেনগুলো নির্বিঘ্নে ওপর দিয়ে চলাচল করবে এবং যানবাহনগুলো নিচ দিয়ে নিরবচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারবে। এর ফলে একদিকে যেমন ট্রেনের সময়ানুবর্তিতা বাড়বে, অন্যদিকে যানজট কমে গিয়ে মানুষের মূল্যবান কর্মঘণ্টা ও জ্বালানি সাশ্রয় হবে। পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের অধীনে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে তিন বছর আগে এই আন্ডারপাসটির নির্মাণকাজ শুরু হয়। যদিও রাজনৈতিক অস্থিরতাসহ কিছু কারণে প্রকল্পের কাজ শেষ হতে কিছুটা বিলম্ব হয়, তবে অবশেষে এটি সফলভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি উন্নয়ন প্রকল্প আজ দৃশ্যমান এবং সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে। তিনি দেখিয়েছেন, জনগণের অর্থ সঠিক পরিকল্পনার মাধ্যমে কীভাবে দেশের কল্যাণে ব্যবহার করতে হয়। এই আন্ডারপাসটি তারই একটি উজ্জ্বল উদাহরণ।" তারা আরও বলেন, "যারা অতীতে ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, তারা আজ সরকারের এসব উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু দেশের মানুষ এখন উন্নয়নের পক্ষে এবং তারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না।" আন্ডারপাসটি চালু হওয়ায় উল্লাস প্রকাশ করেছেন সাধারণ চালক ও যাত্রীরা। এক স্থানীয় বাসিন্দা বলেন, "এই গেটের জ্যামে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো। এখন কয়েক মিনিটেই পার হতে পারছি। শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ এমন একটি সুন্দর উপহার দেওয়ার জন্য।" নগর পরিকল্পনাবিদরা মনে করছেন, এই আন্ডারপাসটি শুধু কমলাপুর এলাকার যানজটই কমাবে না, বরং পুরো ঢাকার যোগাযোগ ব্যবস্থায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে।
