পাকিস্তান থেকে এলো ২৫ হাজার কেজি মাদক
পাকিস্তান থেকে ‘পাখির খাদ্য’ ঘোষণায় আমদানি করা প্রায় ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি সিড (Afim Seed) জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গোপন সংবাদের ভিত্তিতে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (AIR) শাখা অভিযান চালিয়ে চালান দুটি আটক করে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫০ লাখ টাকার বেশি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা। তারা জানান, মেসার্স আদিব ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান পাকিস্তান থেকে ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড (Bird Food) আমদানির ঘোষণা দেয়। চালানটি গত ৯ অক্টোবর চট্টগ্রাম বন্দরে আসে এবং পরে তা অফডক ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডে রাখা হয়। ১৪ অক্টোবর চালানটি খালাসের উদ্দেশ্যে বিল অব এন্ট্রি জমা দেয় এম এইচ ট্রেডিং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ২২ অক্টোবর চালানটির খালাস স্থগিত করে। পরবর্তীতে কায়িক পরীক্ষায় প্রথম সারিতে প্রায় ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড পাওয়া গেলেও তার আড়ালে লুকানো অবস্থায় পাওয়া যায় ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড। পরে নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয় উদ্ভিদ সঙ্গনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার, এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ। তিন প্রতিষ্ঠানই পরীক্ষার মাধ্যমে পণ্যটিকে পপি সিড হিসেবে নিশ্চিত করে। চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচ এম কবির জানান, অঙ্কুরোদগম সক্ষম পপি সিড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য, যা আমদানি নীতি আদেশ ২০২১–২৪ অনুযায়ী আমদানি–নিষিদ্ধ। তিনি আরও জানান, “মিথ্যা ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ পণ্য আমদানির চেষ্টা করায় কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী পুরো চালান জব্দ করা হয়েছে। ঘোষণায় পণ্যের মূল্য দেখানো হয়েছিল মাত্র ৩০ লাখ টাকা, অথচ প্রকৃত বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।” কাস্টমস জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
