ফিলিপাইনে ১১৪ জনের মৃত্যু, এবার ভিয়েতনামে টাইফুন কালমায়েগির তাণ্ডব

৭ নভেম্বর, ২০২৫ | ৭:০৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

ফিলিপাইনে ভয়াবহ তাণ্ডব চালিয়ে এবার ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘কালমায়েগি’। ঝড়ে ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় তীব্র বাতাস ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর আগে ফিলিপিন্সে এই টাইফুনে অন্তত ১১৪ জনের প্রাণহানি ঘটে। ভিয়েতনামের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ভিএন এক্সপ্রেস জানিয়েছে, টাইফুন কালমায়েগি স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রস্থলে বাতাসের গতি ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার (৯২ মাইল) পর্যন্ত পৌঁছেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভিয়েতনামের বেশ কয়েকটি প্রদেশে ঘূর্ণিঝড়ের আঘাতে ঘরবাড়ি, ফসল ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। কুই নন এলাকার প্রধান সড়ক ও আশপাশের গ্রামীণ রাস্তায় গাছ উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবারো আফগানিস্তনে পাকিস্তানের গোলাবর্ষণ, ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ! দেশটির পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, টাইফুনটি ডাক লাক এবং গিয়া লাই প্রদেশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে। ভিয়েতনামের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে বলেছে, আগামী ছয় ঘণ্টার মধ্যে কমপক্ষে সাতটি শহর ও প্রদেশে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে। এদিকে, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ভিয়েতনামের সরকার ইতোমধ্যেই দুই লাখ ৬০ হাজারেরও বেশি সেনা সদস্য, উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থাও আংশিকভাবে বন্ধ রয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।